জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে বিএনপির মানহানি মামলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে বিএনপির মানহানি মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে বিএনপির মানহানি মামলা ছবির ক্যাপশন:
ad728

প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে ‘কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক’ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ সংসদীয় আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, মুফতি আমির হামজা প্রকাশ্যে প্রয়াত আরাফাত রহমান কোকোকে ব্যঙ্গ করে বক্তব্য দিয়েছেন। এ ধরনের মন্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জিয়া পরিবারের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, এই অভিযোগে দণ্ডবিধির ৫০০ ধারায় (মানহানি) মামলা দায়ের করা হয়েছে। মামলাটি শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “তারেক রহমানের ছোট ভাই, যিনি ইতোমধ্যে ইন্তেকাল করেছেন—সেই আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন আমির হামজা। এতে সারাদেশের বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ।”

তিনি বলেন, “এই বক্তব্যের মাধ্যমে শুধু আমাদের দল নয়, জিয়া পরিবারেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।”

বিএনপি নেতারা জানান, প্রয়াত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য রাজনৈতিক শালীনতা ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তারা আশা করছেন, আদালতের মাধ্যমে এই ঘটনার যথাযথ বিচার হবে।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই। তার মৃত্যু পরবর্তী সময়ে তাকে নিয়ে প্রকাশ্য মন্তব্য করায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আদালতের পরবর্তী কার্যক্রমের দিকে এখন তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আইনশৃঙ্খলার অবনতি: অপরাধীরা কেন ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে

আইনশৃঙ্খলার অবনতি: অপরাধীরা কেন ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে