ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে নতুন আন্দোলনসূচি দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে নতুন আন্দোলনসূচি দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে নতুন আন্দোলনসূচি দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা ছবির ক্যাপশন:
ad728

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার বিকেলে তারা চলমান অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করে সড়ক ছেড়ে দেন।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বাঙলা কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গাবতলী টেকনিক্যাল মোড়ে সমন্বিত সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে ধারাবাহিকভাবে নতুন কর্মসূচি পালন করা হবে।

মাসুম বিল্লাহ জানান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট—সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।

তিনি আরও বলেন, “আজকের কর্মসূচি শেষ হলেও আমাদের মূল দাবি থেকে আমরা একচুলও সরে আসছি না। এটি কোনো এক দিনের আন্দোলন নয়; এটি আমাদের ভবিষ্যৎ, অধিকার ও শিক্ষাগত মর্যাদার প্রশ্ন।”

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তারা একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়েই তারা রাজপথে নামছেন বলে জানান আন্দোলনকারীরা।

এর আগে বুধবার সকালে রাজধানীর সায়েন্সল্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত ঢাকামুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, যানজটের কারণে গাবতলী থেকে অনেক যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়। অধিকাংশ গাড়ি মিরপুর ও মোহাম্মদপুর হয়ে ঢাকার ভেতরে প্রবেশের চেষ্টা করে। একই সঙ্গে অনেক যাত্রীকে যানবাহন ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, আন্দোলন চলাকালে তারা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করছেন এবং জনদুর্ভোগ কমাতে কর্মসূচির ধরন নিয়েও চিন্তাভাবনা করছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিকে কেন্দ্র করে সাত কলেজের শিক্ষার্থীদের এ আন্দোলন আগামী দিনে আরও জোরালো রূপ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আন্দোলনের সমন্বয়কারীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে মার্কেটিং ও সেলসে প্রবাসীদের সুযোগ কমছে

সৌদি আরবে মার্কেটিং ও সেলসে প্রবাসীদের সুযোগ কমছে