বৃহস্পতিবার থেকে জামায়াত আমিরের নির্বাচনি সফর শুরু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বৃহস্পতিবার থেকে জামায়াত আমিরের নির্বাচনি সফর শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
বৃহস্পতিবার থেকে জামায়াত আমিরের নির্বাচনি সফর শুরু ছবির ক্যাপশন:
ad728

প্রার্থী প্রত্যাহার প্রক্রিয়া শেষে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনি ঐক্যের চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারিত হয়েছে। আজ প্রতীক বরাদ্দ পাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছেন জোটের প্রার্থীরা। দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু হচ্ছে।

নির্বাচন সামনে রেখে জামায়াতসহ শরিক দলগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রার্থীদের নিজস্ব উদ্যোগের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে দলের শীর্ষ নেতারাও দেশব্যাপী সফরে অংশ নেবেন। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ কার্যক্রমও চলবে। এ কার্যক্রমে জামায়াতের পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরও সারা দেশে সক্রিয় ভূমিকা পালন করবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের তথ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় সফর করবেন। আগামীকাল ২২ জানুয়ারি ঢাকা মহানগরীর মধ্য দিয়ে তার নির্বাচনি সফর শুরু হবে।

সফরের প্রথম দিন বিকেলে তিনি ঢাকা-১৫ আসনের আওতাধীন মিরপুর ১০ নম্বরে নিজ নির্বাচনি এলাকায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন। এ ছাড়া ঢাকা মহানগরীর অন্যান্য এলাকাতেও তার গণসংযোগ কর্মসূচি রয়েছে।

পরবর্তী ধাপে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাবেন জামায়াত আমির। দলীয় কর্মসূচি অনুযায়ী, ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। একই দিন বিকেল ৪টায় ঠাকুরগাঁ এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

২৪ জানুয়ারি সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে ওই দিন সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়িতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, দিতে হবে ভ

যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, দিতে হবে ভ