সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বসতবাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দৌলতপুর (পেস্তক) দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
আগ্নিসংযোগের শিকার ব্যক্তি ইয়াহিয়া। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেলকুচি উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। ঘটনার সময় তিনি বাড়িতে না থাকলেও তাঁর স্ত্রী ও সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে অবস্থান করছিলেন।
ইয়াহিয়া অভিযোগ করে বলেন, তাঁকে হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাঁর বসতবাড়িতে আগুন দিয়েছে। রাজনৈতিক বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আগুন লাগার পর পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে বেঁচে যান।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তাঁর বসতঘর ও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান ইয়াহিয়া।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. ফরিদ বলেন, আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের খবর তারা পেয়েছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঘটনার পর এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে আগুন দেওয়ার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হবে। রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা কিংবা অন্য কোনো কারণে এই অগ্নিসংযোগ ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
কসমিক ডেস্ক