গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন চালু করেছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া অপতথ্য মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে প্রধান উপদেষ্টার সরকারি অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পোস্টে একটি দাপ্তরিক আদেশ (ডিও) প্রকাশ করে জানানো হয়, গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ জানাতে ০১৩০৮৩৩২৫৯২ নম্বরটি হটলাইন হিসেবে চালু করা হয়েছে।
এ ছাড়া অভিযোগ জানাতে notify@ncsa.gov.bd ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও তথ্য পাঠানো যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জাতীয় স্বার্থসংশ্লিষ্ট, ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক যেকোনো পর্যায়ের গুজব বা ভুয়া তথ্য সম্পর্কে সংশ্লিষ্টরা এসব মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গুজব ও সাইবার অপরাধ প্রতিরোধে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, ভুয়া প্রচারণা ও উসকানিমূলক কনটেন্ট ছড়ানোর আশঙ্কা বিবেচনায় নিয়ে এই কমিটি কাজ করবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হটলাইন ও কেন্দ্রীয় কমিটির মাধ্যমে প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে করে নির্বাচনকালীন সময়ে অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহারের ফলে সাম্প্রতিক বছরগুলোতে গুজব ও ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা অনেক সময় সামাজিক অস্থিরতা ও সহিংসতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সে প্রেক্ষাপটে সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তারা।
সরকারের এই পদক্ষেপের মাধ্যমে গুজব প্রতিরোধে নাগরিকদের অংশগ্রহণ বাড়বে এবং তথ্য যাচাই ও সঠিক তথ্য প্রচারে একটি কার্যকর কাঠামো গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কসমিক ডেস্ক