বাংলাদেশি সিনেমার নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় দুই নায়িকা মৌসুমী ও শাবনূরের বন্ধন বরাবরই দর্শকদের কাছে আলাদা আবেগের নাম। সময়ের ব্যবধানে এখন দু’জনই থাকেন ভিন্ন ভিন্ন দেশে—মৌসুমী যুক্তরাষ্ট্রে আর শাবনূর বসবাস করছেন কানাডায়। তবে দূরত্ব আর ব্যস্ততার মাঝেও তাদের সম্পর্কের উষ্ণতা একটুও কমেনি, যার প্রমাণ মিলল শাবনূরের জন্মদিনে।
গত ১৭ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপন করতে একমাত্র ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে প্রথমে তিনি জন্মদিনের আনন্দ ভাগ করে নেন তার দীর্ঘদিনের সহশিল্পী অমিত হাসান ও তার স্ত্রী লাবনীর সঙ্গে। খবরটি জানার পরই শাবনূরের সঙ্গে দেখা করতে ছুটে যান প্রিয়দর্শিনী মৌসুমী।
দীর্ঘদিন পর মৌসুমীকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি শাবনূর। দুই নায়িকা একে অপরকে জড়িয়ে ধরে স্মৃতির ভেলায় ভেসে যান। পুরোনো দিনের গল্প, সিনেমার সেটের স্মৃতি আর ব্যক্তিগত অনুভূতিতে ভরে ওঠে সেই সময়। মৌসুমী, শাবনূর ও অমিত হাসানের আড্ডায় যেন মুহূর্তের জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে তৈরি হয়ে যায় এক টুকরো বাংলাদেশ।
মৌসুমী জানান, শাবনূরকে তিনি ভীষণভাবে মিস করছিলেন। জন্মদিন উপলক্ষে তার যুক্তরাষ্ট্রে আসার খবর পেয়ে আর অপেক্ষা করেননি। দেখা হওয়ার পর অনুভূতির গভীরতা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানান তিনি। পুরোনো স্মৃতি আর একসঙ্গে কাটানো সময়ের কথা বলতে বলতে বারবার আবেগে ভেসে যান মৌসুমী।
অন্যদিকে শাবনূর বলেন, মৌসুমীকে দেখে তার আনন্দ ছিল ভাষাতীত। এবারের জন্মদিন তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে জন্মদিনে ভালোবাসা ও শুভেচ্ছায় তাকে সিক্ত করার জন্য ভক্ত-দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এই জনপ্রিয় নায়িকা।
দুই নায়িকার এই পুনর্মিলন আবারও প্রমাণ করলো—সময়, দূরত্ব কিংবা দেশের সীমানা কখনোই প্রকৃত বন্ধন আর ভালোবাসাকে আলাদা করতে পারে না।
কসমিক ডেস্ক