নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন ছবির ক্যাপশন:
ad728

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সরকারি আজিজুল হক কলেজের পুরোনো ভবন (উচ্চ মাধ্যমিক শাখা) প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা ‘জান দেব, জুলাই দেব না’সহ বিভিন্ন স্লোগানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা দাবি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী নানা স্লোগান শোনা যায়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী জাহিদ আল কারিম বলেন, “ওসমান হাদি আমাদের জুলাইয়ের নায়ক। তার আত্মত্যাগ আমরা কখনোই বৃথা যেতে দেব না। কোনো ধরনের গড়িমসি আমরা মেনে নেব না। জাতীয় নির্বাচনের আগেই এ হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই।”

তিনি আরও বলেন, “শহীদ ওসমান হাদীর যে লড়াই অসমাপ্ত রয়ে গেছে, তা আমরা শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো অন্যায় আপস হতে পারে না।”


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঐক্যের স্বার্থে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশে

ঐক্যের স্বার্থে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশে