নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থান: মাদারীপুর ডিসির স্পষ্ট বার্তা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থান: মাদারীপুর ডিসির স্পষ্ট বার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থান: মাদারীপুর ডিসির স্পষ্ট বার্তা ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক বলেন, আসন্ন নির্বাচনে যারা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন, তাদের দৃঢ় মনোবল নিয়ে প্রস্তুত থাকতে হবে। কোনোভাবেই আগের মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা ধ্বংস করার সুযোগ দেওয়া হবে না। যারা দায়িত্ব পালনে ভয় পান, তাদের আগেভাগেই জানাতে অনুরোধ করেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় যদি কোনো কর্মকর্তা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ মনে করেন, তাহলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সবার সম্মিলিত সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই প্রশাসনের অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

সভায় বক্তারা নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত: মাওলানা আনোয়ারুল

ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত: মাওলানা আনোয়ারুল