হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ, ছাত্রসমাবেশে উত্তাল রাজধানী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ, ছাত্রসমাবেশে উত্তাল রাজধানী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 27, 2025 ইং
হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ, ছাত্রসমাবেশে উত্তাল রাজধানী ছবির ক্যাপশন: হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রজনতা
ad728

শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং প্রধান আসামি ফয়সাল করিমকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে পুনরায় অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্রজনতা। শনিবার দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সমর্থক অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, সকালে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে তারা সাময়িকভাবে শাহবাগ এলাকা ত্যাগ করে কাছাকাছি স্থানে অবস্থান নিয়েছিলেন। কর্মসূচি শেষ হওয়ার পরপরই তারা আবার শাহবাগ মোড়ে ফিরে এসে ‘শহীদ হাদি চত্বর’ এলাকায় সড়ক অবরোধ করেন।

অবরোধ চলাকালে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনকারীদের বক্তব্যে উঠে আসে, হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা স্পষ্ট করে জানান, বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হলে রাজপথ ছাড়ার প্রশ্নই ওঠে না।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় একটি রাজনৈতিক কর্মসূচির সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকেই এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ ও ছাত্রসমাজ।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠার এই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষকে সংহতি প্রকাশ করে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। শাহবাগকে কেন্দ্র করে চলমান এই কর্মসূচি রাজধানীর যান চলাচল ও জনজীবনে সাময়িক প্রভাব ফেললেও আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাজারে সোনা ২ লাখ, হলফনামায় ২ হাজার—প্রার্থীদের তথ্যে বিস্ময়

বাজারে সোনা ২ লাখ, হলফনামায় ২ হাজার—প্রার্থীদের তথ্যে বিস্ময়