ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদ থেকে মনোনয়নপ্রত্যাশী যুবক ইয়ামিন এইচ এম ফারদিন ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থী ৩২ বছর বয়সী এবং ইতালি প্রবাসী।
ফারদিন আবেদনপত্রে তার পেশা ব্যবসায়ী উল্লেখ করেছেন এবং বার্ষিক আয়ের কলামে প্রায় এক হাজার কোটি টাকা লিখেছিলেন। তবে তিনি পরে জানিয়েছেন, এটি ভুলক্রমে উল্লেখ করা হয়েছিল এবং সংশোধিত আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। ফারদিন জানিয়েছেন, প্রবাসে রেস্টুরেন্ট, এয়ার ট্রাভেল ও মানি ট্রান্সমিশনসহ বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করছেন।
ফারদিন বরিশাল-৩ আসনে গণঅধিকার পরিষদের দলীয় ট্রাক প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। তার পরিবার জেলার মুলাদী উপজেলার পশ্চিম নাজিরপুরের বাসিন্দা, এবং পাঁচ সন্তানের মধ্যে তিনি বড়। তার বাবা ধান-চালের ব্যবসা করেন এবং গ্রামে অনেক কৃষি জমি রয়েছে।
ফারদিন উল্লেখ করেছেন, আয়-ব্যয়ের হিসাব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হবে। তবে সংশোধিত আবেদনপত্রের অনুলিপি প্রকাশ করতে পারেননি, কারণ তিনি দেশে থাকাকালীন অন্য মাধ্যমে আবেদনটি জমা দিয়েছেন।
ফারদিনের এই আয়ের তথ্য ছড়িয়ে পড়লে আসনজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ তার প্রবাসে পরিচালিত ব্যবসার বৈধতা বা অবৈধতার বিষয়ে খোঁজখবর নেওয়ারও পরামর্শ দিয়েছেন।
কসমিক ডেস্ক