হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 20, 2025 ইং
হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ছবির ক্যাপশন: মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ শরিফ ওসমান হাদির জানাজার আগে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ad728

শহীদ শরিফ ওসমান হাদি বিন হাদির জানাজার আগে আবেগঘন ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, হাদিকে বিদায় জানাতে নয়, বরং তাঁর আদর্শকে বুকে ধারণ করতেই আজকের এই সমবেত হওয়া। তিনি বলেন, হাদি অনন্তকাল মানুষের সঙ্গে থাকবে এবং কেউ তাঁকে ভুলে যাবে না। তাঁর শেখানো মানবিক ও নৈতিক মন্ত্রেই বাংলাদেশ নতুন করে উজ্জীবিত হবে।

শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শুরুর আগে বক্তব্য দিতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হাদির মানবপ্রেম, মানুষের সঙ্গে তাঁর সহজ সম্পর্ক, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং আচরণ সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই গুণগুলো যেন সবার মনে সবসময় জাগ্রত থাকে এবং বাস্তব জীবনে অনুসরণ করা যায়—সে আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, হাদি যে চিন্তা ও আদর্শ রেখে গেছেন, তা শুধু স্মৃতির অংশ নয়; বরং আগামীর বাংলাদেশ গঠনের একটি নৈতিক ভিত্তি। এই ভিত্তির ওপর দাঁড়িয়েই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পথ এগিয়ে নিতে হবে।

শনিবার দুপুর সোয়া দুইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের লাখো মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই মাওলানা আবু বকর।

জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে হাদি তরুণ সমাজের কাছে প্রতিবাদের পাশাপাশি মানবিক রাজনীতির এক অনন্য প্রতীক হয়ে উঠেছিলেন। মানিক মিয়ায় লাখো মানুষের উপস্থিতি সেই ভালোবাসা ও সম্মানেরই প্রতিফলন হয়ে ওঠে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্যাতনের অভিযোগ তুলে শরীয়তপুরে আ.লীগ ও সহযোগী সংগঠনের শতাধ

নির্যাতনের অভিযোগ তুলে শরীয়তপুরে আ.লীগ ও সহযোগী সংগঠনের শতাধ