হাদির ওপর হামলা: স্বরাষ্ট্র কার্যালয় ঘেরাও, উপদেষ্টাদের পদত্যাগের হুঁশিয়ারি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাদির ওপর হামলা: স্বরাষ্ট্র কার্যালয় ঘেরাও, উপদেষ্টাদের পদত্যাগের হুঁশিয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 16, 2025 ইং
হাদির ওপর হামলা: স্বরাষ্ট্র কার্যালয় ঘেরাও, উপদেষ্টাদের পদত্যাগের হুঁশিয়ারি ছবির ক্যাপশন: স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রায় ডাকসুর নেতাকর্মীরা
ad728

জুলাই গণ-আন্দোলনের অন্যতম ছাত্রনেতা শরিফ ওসমান বিন হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি আবু সাদিক কায়েম। দাবি আদায়ে গতকাল সোমবার তাঁর নেতৃত্বে ডাকসুর একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়।

দুপুর ১টার দিকে তিন দফা দাবি নিয়ে ডাকসুর নেতাকর্মীরা পদযাত্রা শুরু করলে দোয়েল চত্বরে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। প্রথম বাধা অতিক্রম করার পর হাইকোর্ট মোড়েও দ্বিতীয় দফা ব্যারিকেড দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা সেই বাধাও উপেক্ষা করে সামনে এগিয়ে যান এবং পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠক শেষে ভিপি সাদিক কায়েম বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট অর্গানকে জবাবদিহির আওতায় এনে যাদের গাফিলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরও বলেন, এই হামলাকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিয়েছে এবং জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে বর্জন করতে হবে।

সাদিক কায়েমের ঘোষিত দাবির মধ্যে রয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করা, সব স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার। এসব বিষয়ে সরকারের কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

এ ছাড়া তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি তুলে বলেন, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। অভিযুক্তদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীদের ফেরত না দেওয়া পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক করা যাবে না।

এই দাবিগুলো অনতিবিলম্বে বাস্তবায়ন না হলে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এরই মধ্যে রাজধানীর শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ করে জাতীয় ছাত্রশক্তি। এতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটির নেতারা সরকারের চরম ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, গত এক থেকে দেড় বছরে স্বরাষ্ট্র উপদেষ্টা ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। প্রকাশ্যে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির ওপর গুলিবর্ষণের মতো গুরুতর ঘটনার পরও অপরাধীদের তাৎক্ষণিক গ্রেপ্তারে কার্যকর উদ্যোগ না নেওয়াকে তিনি রাষ্ট্রীয় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।

এদিকে দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারে কঠোর নির্দেশ প্

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারে কঠোর নির্দেশ প্