ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার রাতে হুমকিমূলক আচরণের একটি ঘটনা ঘটে। হাইকমিশন সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে কিছু সময় চিৎকার-চেঁচামেচি করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তারা বাংলাদেশবিরোধী স্লোগান দেন এবং হাইকমিশনারকে লক্ষ্য করে হুমকিমূলক কথা বলেন।
হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ জানান, ওই সময় উপস্থিত ব্যক্তিরা বাংলা ও হিন্দি ভাষার মিশ্রণে কথা বলছিলেন এবং ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ ও ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের স্লোগান শোনা যায়। তারা মূল গেটের সামনে কিছুক্ষণ অবস্থান করে পরে সেখান থেকে চলে যান। ঘটনাকালে কোনো ধরনের শারীরিক হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি এবং কিছু ছোড়াছুড়িরও তথ্য পাওয়া যায়নি।
হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এ প্রশ্নে প্রেস মিনিস্টার বলেন, কথাবার্তায় হুমকির ইঙ্গিত থাকতে পারে, তবে সেগুলো ছিল মূলত চিৎকার ও বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবে কোনো আক্রমণ হয়নি এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।
ঘটনার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জরুরি ভিত্তিতে হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন। ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা অল্প সময় অবস্থান করে সরে গেছেন এবং বাড়তি কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। সামগ্রিকভাবে হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
কসমিক ডেস্ক