হুন্ডির মাধ্যমে টাকা পাচার: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জন অভিযুক্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হুন্ডির মাধ্যমে টাকা পাচার: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জন অভিযুক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
হুন্ডির মাধ্যমে টাকা পাচার: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জন অভিযুক্ত ছবির ক্যাপশন:
ad728

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে আসামিদের মধ্যে পলাতক থাকা ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান অভিযোগপত্রের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। মামলাটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ সংক্রান্ত।

দুদক সূত্র জানায়, গত সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই অভিযোগপত্রে মোট ৩৬ জনকে আসামি এবং ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া দুদকের পাবলিক প্রসিকিউটর মো. মোকাররম হোসাইন জানান, অভিযোগপত্রভুক্ত ৩৬ আসামির মধ্যে চারজন বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। বাকিদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী রুকমিলা জামানসহ ৩২ জন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

দুদক জানিয়েছে, সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক দুর্নীতি মামলার মধ্যে এটি প্রথম অভিযোগপত্র, যা তদন্ত শেষে আদালতে দাখিল করা হয়েছে। মামলার তদন্তে ব্যাংক লেনদেন, হুন্ডি চক্রের সম্পৃক্ততা এবং অর্থ পাচারের বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

এর আগে গত ২৪ জুলাই দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১–এ সাবেক ভূমিমন্ত্রী জাবেদ, তাঁর স্ত্রীসহ মোট ৩১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তদন্তকারী কর্মকর্তা মো. মশিউর রহমান। পরে তদন্তে নতুন তথ্য ও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় অভিযোগপত্রে আসামির সংখ্যা বাড়িয়ে ৩৬ জন করা হয়।

আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগপত্র গ্রহণ ও গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে। আসামিরা গ্রেফতার হলে পরবর্তী সময়ে অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচার কার্যক্রম এগোবে।

দুদক জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণ তাকিয়ে আছে তারেক রহমানের

উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণ তাকিয়ে আছে তারেক রহমানের