চাকরি না পাওয়া পর্যন্ত বেকার গ্রাজুয়েটদের ঋণ দেবে জামায়াত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাকরি না পাওয়া পর্যন্ত বেকার গ্রাজুয়েটদের ঋণ দেবে জামায়াত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
চাকরি না পাওয়া পর্যন্ত বেকার গ্রাজুয়েটদের ঋণ দেবে জামায়াত ছবির ক্যাপশন:
ad728

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষাজীবন শেষ করার পর চাকরি পাওয়া পর্যন্ত সময়কালে বেকার গ্রাজুয়েটদের জন্য বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছে। এই কর্মসূচির আওতায় পাঁচ লাখ গ্রাজুয়েটকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতের ‘পলিসি সামিট ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন দলটির শীর্ষ নেতারা ও নীতিনির্ধারকেরা। অনুষ্ঠানে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাত নিয়ে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

বক্তারা জানান, বেকারত্ব সমস্যাকে জাতীয় সংকট হিসেবে বিবেচনা করে এই ঋণ কর্মসূচি চালু করা হবে, যাতে তরুণ গ্রাজুয়েটরা চাকরির প্রস্তুতির সময় ন্যূনতম আর্থিক নিরাপত্তা পান। তারা বলেন, সুদমুক্ত এই ঋণ চাকরি পাওয়ার পর সহজ কিস্তিতে পরিশোধের সুযোগ থাকবে।

অনুষ্ঠানে আরও ঘোষণা দেওয়া হয়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। একই সঙ্গে করব্যবস্থায় সংস্কার এনে ট্যাক্স ও ভ্যাটের হার ধাপে ধাপে কমানো হবে। দীর্ঘমেয়াদে আয়কর সর্বোচ্চ ১৯ শতাংশ এবং ভ্যাট ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া নাগরিক সেবা সহজ করতে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), টিআইএন, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুবিধা একীভূত করা হবে।

শিল্প খাত প্রসঙ্গে বক্তারা বলেন, ক্ষমতায় এলে আগামী তিন বছর দেশের সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি করা হবে না। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে চালু করা হবে এবং এসব প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য ১০ শতাংশ মালিকানা নিশ্চিত করা হবে।

কৃষি খাতে কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা চালুর ঘোষণাও দেওয়া হয়। শিক্ষা খাতে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে এক লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়ার পরিকল্পনার কথা জানান বক্তারা। এ ছাড়া প্রতিবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য ১০০ শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। বক্তাদের ভাষায়, মেধাবী দরিদ্র শিক্ষার্থীরাও যেন হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড ও ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়।

স্বাস্থ্য খাতে ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানানো হয়। পাশাপাশি ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষ ও পাঁচ বছরের নিচে শিশুদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা এবং দেশের ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এ ছাড়া ‘ফার্স্ট থাউজেন্ড ডেইজ প্রোগ্রাম’-এর আওতায় গর্ভধারণের সময় থেকে শুরু করে শিশুর বয়স দুই বছর পর্যন্ত মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তাকে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে জামায়াত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আপিলে স্বস্তি পেলেন ৫১ প্রার্থী, বাতিল হলো এক মনোনয়ন

আপিলে স্বস্তি পেলেন ৫১ প্রার্থী, বাতিল হলো এক মনোনয়ন