তারেক রহমানের চার দিনের উত্তরাঞ্চল সফর শুরু রোববার, চাঙ্গা বিএনপি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তারেক রহমানের চার দিনের উত্তরাঞ্চল সফর শুরু রোববার, চাঙ্গা বিএনপি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
তারেক রহমানের চার দিনের উত্তরাঞ্চল সফর শুরু রোববার, চাঙ্গা বিএনপি ছবির ক্যাপশন:
ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার (১১ জানুয়ারি) থেকে চার দিনের সফরে উত্তরাঞ্চলের ৯টি জেলা পরিদর্শনে যাচ্ছেন। সড়কপথে অনুষ্ঠিত এই সফর আগামী ১৪ জানুয়ারি শেষ হবে। সফরের আওতাভুক্ত জেলাগুলো হলো—টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিকেন্দ্রিক। সফরকালে তারেক রহমান মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলন ও দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে নিহত নেতাকর্মীদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় অংশ নেবেন। আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এই সফর ঘিরে উত্তরাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জেলাভিত্তিক প্রস্তুতি সভা ও সমন্বয় সভার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন দলীয় নেতারা। দীর্ঘদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের নতুনভাবে উজ্জীবিত করেছে বলে সংশ্লিষ্টরা জানান।

বিএনপি সূত্র জানায়, সফরকালে নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। এ লক্ষ্যে বড় কোনো রাজনৈতিক সমাবেশের আয়োজন রাখা হয়নি। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছেও আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে দলটি।

সফরসূচি অনুযায়ী, রোববার সকালে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে যাত্রা শুরু করবেন তারেক রহমান। টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে সেদিনই তিনি বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে রাতযাপন করবেন। পরদিন বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর ও ঠাকুরগাঁও যাবেন। ১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষে রংপুরে রাতযাপন করবেন। শেষ দিন ১৪ জানুয়ারি বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রায় দুই দশক পর পৈতৃক জেলা বগুড়ায় তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় বিএনপিতে বাড়তি উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় কার্যালয় সংস্কার, দোয়া মাহফিলের প্রস্তুতি ও সম্ভাব্য অবস্থানস্থল পরিষ্কারের কাজ চলছে। বগুড়া জেলা বিএনপির নেতারা জানান, খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় তারেক রহমানের অংশগ্রহণ স্থানীয় নেতাকর্মীদের জন্য আবেগঘন মুহূর্ত হবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার অল্প সময়ের মধ্যেই মাকে হারানোর শোক সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি সক্রিয় রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত হন। নিয়মিত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস করছেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। তারই ধারাবাহিকতায় এবার ঢাকার বাইরে প্রথম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়া সফরে পথসভা ও জনসভা করবেন ডা. শফিকুর রহমান

বগুড়া সফরে পথসভা ও জনসভা করবেন ডা. শফিকুর রহমান