সব প্রস্তুতি শেষে আজ উদ্বোধন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সব প্রস্তুতি শেষে আজ উদ্বোধন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
সব প্রস্তুতি শেষে আজ উদ্বোধন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ছবির ক্যাপশন:
ad728

আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)–২০২৬। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

ইপিবি সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে নানাবিধ পণ্য প্রদর্শন করা হবে। দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে মেলার ব্যবস্থাপনায় যুক্ত করা হয়েছে আধুনিক ও ডিজিটাল সেবা।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ পুরোপুরি অনলাইন পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে দর্শনার্থীরা অন-স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট সংগ্রহ করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করতে পারবেন। এতে প্রবেশ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রেও বাড়তি সুবিধা যুক্ত করা হয়েছে। মেলায় আসা দর্শনার্থীদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডেডিকেটেড বাস সার্ভিস চালু থাকছে। পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ রাইড শেয়ারিং সেবাও যুক্ত করা হয়েছে, যাতে দর্শনার্থীরা সহজে মেলা প্রাঙ্গণে যাতায়াত করতে পারেন।

উল্লেখ্য, এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। সেই কারণে মেলার উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এবারের মেলা দেশীয় শিল্প ও রপ্তানি পণ্যের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক যোগাযোগ তৈরির ক্ষেত্র হিসেবেও মেলাটি কার্যকর হবে। প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নিরাপত্তাহীন নারী ও শিশু, বাড়ছে নির্যাতনের পরিসংখ্যান

নিরাপত্তাহীন নারী ও শিশু, বাড়ছে নির্যাতনের পরিসংখ্যান