RAB-১৩ এর অভিযানে ১৬.৪ কেজি গাঁজা জব্দ; আটক- ০১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

RAB-১৩ এর অভিযানে ১৬.৪ কেজি গাঁজা জব্দ; আটক- ০১

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
RAB-১৩ এর অভিযানে ১৬.৪ কেজি গাঁজা জব্দ; আটক- ০১ ছবির ক্যাপশন: রংপুরের কাউনিয়ায় র‍্যাবের অভিযানে উদ্ধার করা গাঁজা।
ad728
বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায়  র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ১১ /০১/২০২৬ তারিখ বিকাল ০৪:৪৫ ঘটিকায় রংপুর জেলার কাউনিয়া থানাধীন ০৫ নং বালাপাড়া ইউনিয়ন এর অন্তর্গত ০২ নং ওয়ার্ডস্থ হলদিবাড়ী সাকিনস্থ লালমনিরহাট হতে রংপুরগামী পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে এস কে মোবাইল কর্নার এর সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসামির হেফাজতে থাকা ০৮ (আট) টি বাঁশের ঢালির (ঝুড়ির) মধ্যে অবৈধ মাদক দ্রব্য  ১৬ .৪ কেজি গাঁজা জব্দসহ ০১ জন  মাদক ব্যবসায়ী ১। মোঃ স্বাধীন  মন্ডল (৩৮), পিতা- মৃত আব্দুস সামাদ, মাতা- মৃত মনোয়ারা বেগম, সাং- ছোট কুমিরিয়া, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি রংপুর জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিগণ অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদ্বয় ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : রংপুর প্রতিনিধি

কমেন্ট বক্স
শহীদের রক্তের অঙ্গীকার রক্ষায় ঐক্যের আহ্বান এবি পার্টির

শহীদের রক্তের অঙ্গীকার রক্ষায় ঐক্যের আহ্বান এবি পার্টির