প্রকাশ্যে ধূমপানে জরিমানা সর্বোচ্চ ২ হাজার টাকা, নতুন অধ্যাদেশ জারি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রকাশ্যে ধূমপানে জরিমানা সর্বোচ্চ ২ হাজার টাকা, নতুন অধ্যাদেশ জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
প্রকাশ্যে ধূমপানে জরিমানা সর্বোচ্চ ২ হাজার টাকা, নতুন অধ্যাদেশ জারি ছবির ক্যাপশন: নতুন অধ্যাদেশ অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা সর্বোচ্চ দুই হাজার টাকা
ad728

পাবলিক প্লেসে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে সরকার। রাষ্ট্রপতির জারি করা ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর মাধ্যমে প্রকাশ্যে ধূমপান করার জরিমানা আগের ৩০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ দুই হাজার টাকা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এই অধ্যাদেশ কার্যকর করা হয়েছে।

নতুন অধ্যাদেশে পাবলিক প্লেসের সংজ্ঞা ব্যাপকভাবে সম্প্রসারণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, হাসপাতাল, রেস্টুরেন্ট, হোটেল, শপিং মল, পরিবহন টার্মিনাল, পার্ক ও মেলার পাশাপাশি ভবনের বারান্দা, প্রবেশপথ এবং আশপাশের উন্মুক্ত স্থানও এখন পাবলিক প্লেসের আওতাভুক্ত। এসব স্থানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, আগের আইনে পাবলিক প্লেসে ধূমপানের জন্য আলাদা স্থান নির্ধারণের যে বিধান ছিল, তা বাতিল করা হয়েছে। ফলে এখন আর কোনো পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত স্থান রাখা যাবে না।

তামাকজাত দ্রব্যের প্যাকেজিং সংক্রান্ত বিধানেও বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন অধ্যাদেশ অনুযায়ী, সব তামাকজাত পণ্যের প্যাকেটের উভয় পাশে কমপক্ষে ৭৫ শতাংশ জায়গা জুড়ে রঙিন ছবি ও লেখাসহ স্বাস্থ্য সতর্কবার্তা মুদ্রণ বাধ্যতামূলক করা হয়েছে। আগে এই হার ছিল ৫০ শতাংশ। একই সঙ্গে স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক করা হয়েছে এবং উৎপাদনের তারিখ ও কুইটলাইন হেল্প নম্বর প্যাকেটে উল্লেখ করতে হবে।

এ ছাড়া প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম, সিনেমা, নাটক ও প্রামাণ্যচিত্রে তামাক ও ই-সিগারেট ব্যবহারের দৃশ্য প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ইন্টারনেটসহ যেকোনো মাধ্যমে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও প্রসার নিষিদ্ধ থাকছে।

পয়েন্ট অব সেলসে তামাকজাত দ্রব্যের প্যাকেট বা মোড়ক প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে। ক্রেতার কাছে বিক্রির সময় ছাড়া এসব পণ্য দৃষ্টির আড়ালে রাখতে হবে। করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) নামে তামাক কোম্পানির নাম, লোগো বা সহায়তা প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।

এই বিধান লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা আগের এক লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আইন ভঙ্গের অভিযোগ ও মামলা নিষ্পত্তিতে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। প্রয়োজনে অবৈধ বিজ্ঞাপন অপসারণে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার কথাও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ধূমপানজনিত রোগ ও মৃত্যু কমানোর লক্ষ্যেই এই কঠোর বিধান কার্যকর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হত্যার হুমকির জবাবে ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পে

হত্যার হুমকির জবাবে ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পে