দল ছাড়লেন নাহিদ, আত্মপ্রকাশের আগে নেতৃত্ব সংকটে নতুন দল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দল ছাড়লেন নাহিদ, আত্মপ্রকাশের আগে নেতৃত্ব সংকটে নতুন দল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
দল ছাড়লেন নাহিদ, আত্মপ্রকাশের আগে নেতৃত্ব সংকটে নতুন দল ছবির ক্যাপশন:
ad728

ছাত্র-জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সামনে রেখে নেতৃত্ব নির্ধারণে শেষ সময়েও জটিলতা কাটেনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়া নাহিদ ইসলামের আহ্বায়ক পদে দায়িত্ব নেওয়া প্রায় নিশ্চিত হলেও, দলের অন্য শীর্ষ পদগুলো নিয়ে চলছে নানা পক্ষের দরকষাকষি ও সমঝোতার চেষ্টা।

আগামী শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দলটি। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক কমিটির (জানাক) কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বড় জমায়েতের মাধ্যমে রাজপথে শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নাহিদ ইসলামের উপস্থিতি নিয়ে গুঞ্জন থাকলেও তিনি সেখানে যাননি।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতার শক্তিকে সংগঠিত করতে রাজপথে থাকাই এখন তাঁর প্রধান দায়িত্ব। সরকারের চেয়ে রাজনৈতিক ময়দানেই তাঁর ভূমিকা বেশি কার্যকর হবে বলে মন্তব্য করেন তিনি।

জানাক সূত্র জানিয়েছে, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পক্ষকে আমন্ত্রণ জানানো হবে। তবে সরকারের কোনো প্রতিনিধি অনুষ্ঠানে থাকবেন না। প্রাথমিকভাবে ১৫০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের কথা থাকলেও সব পক্ষকে অন্তর্ভুক্ত করতে কমিটির আকার ৩০০ পর্যন্ত বাড়তে পারে।

দলের সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। তবে মুখ্য সংগঠক, মুখপাত্রসহ শীর্ষ চারটি পদ নিয়ে এখনও নিশ্চিত সিদ্ধান্ত হয়নি। হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের নাম শোনা গেলেও বিষয়টি এখনও আনুষ্ঠানিক নয়।

এদিকে দলের নাম, প্রতীক ও আদর্শিক অবস্থান নিয়েও মতভেদ রয়েছে। নামের সঙ্গে ‘নাগরিক’, ‘জনতা’ বা ‘বিপ্লবী’ শব্দ যুক্ত করার প্রস্তাব আলোচনায় আছে। প্রতীক হিসেবে মুষ্টিবদ্ধ হাত, কলম বা শাপলা ফুল বিবেচনায় রয়েছে।

নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিকতা নিয়েও ভেতরে ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয় ও গ্রামভিত্তিক নেতৃত্বের প্রতিনিধিত্ব কম—এ অভিযোগ তুলেছেন একাধিক নেতা। একই সঙ্গে নারী ও ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করা নিয়েও চাপ রয়েছে, যদিও যোগ্য নেতৃত্বের অভাবের কথাও স্বীকার করছেন সংশ্লিষ্টরা।

আদর্শিক দিক থেকেও দলটি একাধিক মতধারার সমন্বয়ে গঠিত হওয়ায় নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব পুরোপুরি কাটেনি। ছাত্রশক্তি, ছাত্র অধিকার পরিষদ, সাবেক শিবির ও বাম ধারার সংগঠন থেকে আসা নেতারা নিজেদের অবস্থান নিশ্চিত করতে সক্রিয় রয়েছেন। এসব বিরোধের কারণেই দলের আত্মপ্রকাশ কয়েক দফা পিছিয়েছে বলে জানা গেছে।

সব পক্ষ নাহিদ ইসলামের আহ্বায়কত্বে একমত হলেও, তাঁর নেতৃত্বে কোন সমীকরণে দল চলবে—তা এখনও চূড়ান্ত হয়নি। আত্মপ্রকাশের আগমুহূর্তে এই টানাপোড়েন কাটিয়ে দলটি কতটা ঐক্যবদ্ধভাবে সামনে এগোতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন