হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছবির ক্যাপশন: সাধারণ ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে
ad728

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির প্রভাবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বন্দর অভ্যন্তরীণ সব ধরনের কার্যক্রমও স্থগিত রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমস সুপার এম আর বাঁধন। তিনি জানান, সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে বুধবার ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি শুল্কায়ন, পণ্য খালাসসহ বন্দর সংশ্লিষ্ট অভ্যন্তরীণ কার্যক্রমও এদিন বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, একদিনের জন্য কার্যক্রম বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে। ব্যবসায়ীদের বিষয়টি আগেই অবহিত করা হয়েছিল বলে জানান তিনি।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়েনি। নিয়ম অনুযায়ী হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলমান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জাতীয় পর্যায়ে সাধারণ ছুটি বা রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে এর আগেও হিলি স্থলবন্দরে এ ধরনের সাময়িক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে একদিনের জন্য বাণিজ্য কার্যক্রমে বিরতি এলেও দীর্ঘমেয়াদি কোনো প্রভাব পড়ে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

উল্লেখ্য, দিনাজপুরের হিলি স্থলবন্দর বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে। ছুটি শেষে জমে থাকা পণ্য দ্রুত খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পৌষ সংক্রান্তিতে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা

পৌষ সংক্রান্তিতে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা