লিথিয়াম ব্যাটারির রিকশা সড়ক থেকে বন্ধের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন রিকশাচালকরা। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আন্দোলনকারীরা জানান, লিথিয়াম ব্যাটারির রিকশা চলাচলের কারণে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। এসব রিকশা সড়ক থেকে বন্ধ না করা হলে তারা আন্দোলন আরও জোরদার করবেন বলে হুঁশিয়ারি দেন।
সড়ক অবরোধের ফলে সকাল থেকেই ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, একটি দাবিকে কেন্দ্র করে ব্যাটারিচালিত রিকশার চালকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। এর ফলে এই এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, এমনিতেই এলাকায় মেট্রোরেল প্রকল্পের কাজ চলমান রয়েছে। তার ওপর সড়ক অবরোধের কারণে যানজটের পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।