খালেদা জিয়ার মৃত্যুতে সজীব ওয়াজেদ জয়ের সমবেদনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খালেদা জিয়ার মৃত্যুতে সজীব ওয়াজেদ জয়ের সমবেদনা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
খালেদা জিয়ার মৃত্যুতে সজীব ওয়াজেদ জয়ের সমবেদনা ছবির ক্যাপশন:
ad728

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি দুঃখিত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে, যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের নানা চেষ্টা চলছে, ঠিক সেই সময়ে তার প্রয়াণ বাংলাদেশের সামগ্রিক উত্তরণের পথে একটি বড় প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়েও বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। দেশের জন্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। জাতি গঠনে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

শোকবার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু বর্তমান সময়ে বাংলাদেশকে স্থিতিশীল করার যে চেষ্টা চলছে, তার ওপর একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে। শোকবার্তার শেষ অংশে তিনি খালেদা জিয়ার সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতিও সমবেদনা জানান।

ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার পরিবারের একাধিক সদস্য হাসপাতালে উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সরকারের অবস্থান ব্যাখ্যা করল প্রেস উইং

গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সরকারের অবস্থান ব্যাখ্যা করল প্রেস উইং