নির্যাতনের অভিযোগ তুলে শরীয়তপুরে আ.লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্যাতনের অভিযোগ তুলে শরীয়তপুরে আ.লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
নির্যাতনের অভিযোগ তুলে শরীয়তপুরে আ.লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান ছবির ক্যাপশন: শরীয়তপুরে দোয়া মাহফিল শেষে বিএনপিতে যোগদান করা নেতাকর্মীরা।
ad728

শরীয়তপুরে আওয়ামী লীগ, যুবশক্তি ও যুব সংহতির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এই যোগদান অনুষ্ঠিত হয়।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং বাংলাদেশ জাতীয় পার্টির সহযোগী সংগঠন যুব সংহতির সদস্য সচিব মো. সিয়াম। তাঁদের সঙ্গে বিভিন্ন ইউনিটের আরও শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে বুড়িরহাট এলাকায় আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবং শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আসলাম।

দোয়া মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে নতুন যোগদানকারীদের বিএনপিতে বরণ করে নেওয়া হয়। আওয়ামী লীগ নেতা মজিবর রহমান খোকন এ সময় তার বক্তব্যে বলেন, বিগত সরকারের সময়ে তিনি রাজনৈতিকভাবে নির্যাতিত ও নিপীড়িত ছিলেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান।

এর আগে শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মজিবর রহমান খোকন আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, “ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগ করলাম।”

বিএনপিতে যোগদানের পর প্রতিক্রিয়ায় মজিবর রহমান খোকন বলেন, “আজ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলাম।”

এদিকে জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব বলেন, তারা যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলেন, তা বাস্তবায়িত হয়নি। তাই জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় শতাধিক নেতাকর্মীসহ তিনি বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু নতুন যোগদানকারীদের ধন্যবাদ জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, “দল-মত নির্বিশেষে আমরা সবাই একটি পরিবার। হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ ও উন্নত শরীয়তপুর গড়ে তুলব।”

এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সরকারের ভেতরের যোগসাজশ ছাড়া প্রথম আলো–ডেইলি স্টারে হামলা সম্

সরকারের ভেতরের যোগসাজশ ছাড়া প্রথম আলো–ডেইলি স্টারে হামলা সম্