২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুমতি নির্বাচন কমিশনের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুমতি নির্বাচন কমিশনের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুমতি নির্বাচন কমিশনের ছবির ক্যাপশন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস।
ad728

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি প্রতিপালনের শর্তে আগামী ২০ জানুয়ারি ২০২৬ তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে বলে জানিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট পত্র ও বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের অনুমোদন প্রদান করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রচলিত আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট সব বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন গত সোমবার (১২ জানুয়ারি) আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দেয়। এ ঘোষণার পর শাবিপ্রবিতে নির্ধারিত শাকসু নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না—তা নিয়ে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়।

বিশেষ করে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। নির্বাচন স্থগিতাদেশের কারণে সেই আগ্রহ অনিশ্চয়তায় রূপ নেয়। এ অবস্থায় শাকসু নির্বাচন যথাসময়ে আয়োজনের দাবিতে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেন শাবিপ্রবির শিক্ষার্থী ও প্রার্থীরা।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্তে শাকসু নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এতে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক প্ল্যাটফর্ম আরও শক্তিশালী হবে।

শাবিপ্রবির শিক্ষার্থী মহলের মতে, শাকসু নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, বরং শিক্ষার্থীদের মত প্রকাশ ও নেতৃত্ব বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের অনুমতি পাওয়াকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। নির্ধারিত সময় অনুযায়ী শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সংসদে টিকে থাকার লড়াইয়ে জামায়াতই এনসিপির ভরসা

সংসদে টিকে থাকার লড়াইয়ে জামায়াতই এনসিপির ভরসা