ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া (৬২) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের মসজিদবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া ধরমন্ডল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য জিতু মিয়ার সঙ্গে স্থানীয় রমজান মেম্বারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সোমবার দুপুরে জিতু মিয়া মসজিদবাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। সেখানে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার মুখোমুখি সাক্ষাৎ হয়।
বিয়ের অনুষ্ঠানে প্রতিপক্ষকে দাওয়াত দেওয়া হয়েছে—এ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে জিতু মিয়া গুরুতর আহত হন।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ওবায়দুর রহমান বলেন, বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে সাবেক ইউপি সদস্য জিতু মিয়া নিহত হন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।