প্রতীক হাতে পাচ্ছেন প্রার্থীরা, বৃহস্পতিবার থেকে প্রচারণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রতীক হাতে পাচ্ছেন প্রার্থীরা, বৃহস্পতিবার থেকে প্রচারণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
প্রতীক হাতে পাচ্ছেন প্রার্থীরা, বৃহস্পতিবার থেকে প্রচারণা ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে নির্বাচন প্রক্রিয়া। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীরা তাদের বরাদ্দকৃত প্রতীক সংগ্রহ করবেন।

নির্বাচনী প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের প্রচারণার পথ উন্মুক্ত হবে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। এই প্রচারণা চলবে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণে কোনো বিরতি থাকবে না এবং একই দিনে ফলাফল সংগ্রহের প্রক্রিয়াও শুরু হবে।

এবারের জাতীয় সংসদ নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একইসঙ্গে গণভোটও ব্যালট পেপারের মাধ্যমে সম্পন্ন হবে।

নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে ভোটাধিকার নিশ্চিত করতে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি প্রার্থী বৈধ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, ব্যালট পেপারে প্রার্থীদের নাম বাংলা বর্ণানুক্রমে সাজানো হবে, যা ভোটারদের জন্য নির্বাচন প্রক্রিয়াকে আরও সহজ করবে।

নির্বাচন কমিশন আশা করছে, সব রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চালাবেন। একইসঙ্গে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে সংস্থাটি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করেছে: তারেক রহমান

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করেছে: তারেক রহমান