রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 7, 2026 ইং
রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল সকালে পারুয়া ইউনিয়নের হাজারীহাটের পূর্ব পাশে অবস্থিত হাজারি বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুলছাত্রের নাম মো. শাহেদ ইসলাম (১৭)। তিনি পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহৎপাড়ার বাসিন্দা মো. আবদুল মোনাফের ছেলে এবং পারুয়া সাহাব্দীনগর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, গত সোমবার শাহেদ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরে ওই রাত সাড়ে ১১টার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ওসি বলেন, নিখোঁজ ডায়েরির বিষয়টি গুরুত্ব দিয়ে সারা দেশে বেতার বার্তার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। এর পরদিন সকালে হাজারি বিল এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, শাহেদের গলা কাটা ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরমান হোসেন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলাম

আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলাম