ভারতের মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে এক বিক্ষোভ চলাকালে বাংলাদেশের জাতীয় পতাকা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, বুধবার বিকেলে একটি হিন্দুত্ববাদী সংগঠনের ব্যানারে প্রায় দেড়শ জন বিক্ষোভকারী বাংলাদেশবিরোধী স্লোগান দিয়ে মিশনের সামনে জড়ো হন।
মুম্বাইয়ের একাধিক কূটনৈতিক সূত্র জানায়, বিকেল ৫টার দিকে বিক্ষোভকারীরা হঠাৎ করে বাংলাদেশ মিশনের সামনে অবস্থান নেন এবং উত্তেজনাকর স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বাংলাদেশের জাতীয় পতাকা ছেঁড়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় নিরাপত্তা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের এলাকা থেকে সরিয়ে দেয়।
নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বাংলাদেশ মিশনের ভেতরে কোনো ধরনের ভাঙচুর বা শারীরিক ক্ষতি হয়নি। মিশনের কর্মকর্তা ও কর্মচারীরা নিরাপদে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রগুলো আরও জানায়, সাম্প্রতিক সময়ে ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও উত্তেজনাকর কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে কয়েকটি মিশনের সামনে হামলার ঘটনা এবং একটি ভিসা সেন্টারে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সর্বশেষ মুম্বাইয়ের ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশন ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর আগে দিল্লি ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশন থেকেও পর্যটক ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল। কলকাতা মিশন ছিল একমাত্র স্থান, যেখানে এ সেবা চালু ছিল।
ঢাকা ও কলকাতার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে কেবল পর্যটক ভিসা স্থগিত করা হয়েছে। কর্মসূত্রে বা ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা কার্যক্রম এখনো চালু রয়েছে। এসব ভিসা দেওয়ার ক্ষেত্রে বহুস্তরের যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হয় বলে জানিয়েছে সূত্রগুলো।
সূত্রগুলো আরও উল্লেখ করেছে, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন সামনে রেখে সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
ঘটনাগুলো নিয়ে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।