নেতা নয়, জনগণের সেবক হতে চান সেলিমুজ্জামান সেলিম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নেতা নয়, জনগণের সেবক হতে চান সেলিমুজ্জামান সেলিম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
নেতা নয়, জনগণের সেবক হতে চান সেলিমুজ্জামান সেলিম ছবির ক্যাপশন:
ad728

গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, তিনি নেতা হওয়ার রাজনীতি করতে চান না; জনগণের সেবক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মুকসুদপুর পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তার ত্যাগ, সাহস ও নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার আদর্শ নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, “আমি আপনাদের কাছে নেতা হয়ে নয়, সেবক হয়ে থাকতে চাই। জনগণের দুঃখ-কষ্ট, সমস্যা ও প্রত্যাশার কথা শুনে সমাধানে পাশে দাঁড়ানোই আমার রাজনীতি।” তিনি বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওলিয়ার রহমান মুন্সী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী ও সাহিদুজ্জামান ঝিলু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি মুন্নু মুন্সী ও রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ এবং যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

এ সময় আওয়ামী লীগ থেকে পদত্যাগী লখাইরচর ও প্রভাকরদী গ্রামের শতাধিক নেতাকর্মী সেলিমুজ্জামান সেলিমের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন, যা অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য সৃষ্টি করে।

আলোচনাসভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সেলিমুজ্জামান সেলিম নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পীরে কামেল শাহ সুফি হযরত লেহাজউদ্দীন আহম্মেদ (রহ.) পীর সাহেবের মাজার জিয়ারত করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত–এনসিপিসহ ১০ দলের সমঝোতা, আসন চূড়ান্তে চলছে শেষ মুহূর

জামায়াত–এনসিপিসহ ১০ দলের সমঝোতা, আসন চূড়ান্তে চলছে শেষ মুহূর