বাণিজ্য ও শিক্ষা সহযোগিতা নিয়ে তৌহিদ–ইসহাক দারের আলোচনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাণিজ্য ও শিক্ষা সহযোগিতা নিয়ে তৌহিদ–ইসহাক দারের আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
বাণিজ্য ও শিক্ষা সহযোগিতা নিয়ে তৌহিদ–ইসহাক দারের আলোচনা ছবির ক্যাপশন:
ad728

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রোববার (১১ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির সিএফএমের জরুরি অধিবেশনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ পাকিস্তান–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে উচ্চ পর্যায়ের সফর বিনিময়, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই কূটনীতিক।

উল্লেখ্য, গত চার দিনের মধ্যে দুই দফা টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এর মধ্যে সর্বশেষ গত ৭ জানুয়ারি রাতে তাদের মধ্যে ফোনালাপ হয়। তার আগে ৪ জানুয়ারি ইসহাক দার চীন সফরে থাকা অবস্থায় ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেন।

ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের জরুরি অধিবেশন শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ (রোববার) রাতে ঢাকার উদ্দেশে জেদ্দা ত্যাগ করার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শতাধিক গুম–হত্যার মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফরমাল চার্জ

শতাধিক গুম–হত্যার মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফরমাল চার্জ