গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানির অভিযোগ তুলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী’ হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজে সাংবাদিক হামিদ মীরের সঙ্গে এক সাক্ষাৎকারে খাজা আসিফ এ মন্তব্য করেন। এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।
সাক্ষাৎকারে খাজা আসিফ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার উদাহরণ টেনে বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মানবাধিকার ও মানবতার পক্ষে অবস্থান নেয়, তাহলে নেতানিয়াহুর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, তুরস্কও চাইলে এমন পদক্ষেপ নিতে পারে।
নেতানিয়াহুকে ইতিহাসের সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধীদের একজন উল্লেখ করে খাজা আসিফ বলেন, ফিলিস্তিনের গাজায় যে ধরনের নৃশংসতা ঘটছে, তার তুলনা ইতিহাসে বিরল। তাঁর ভাষায়, হাজার হাজার বছরেও কোনো জনগোষ্ঠীর ওপর এমন সহিংসতা চালানো হয়নি।
তিনি আরও বলেন, শুধু নেতানিয়াহু নন, যারা তাঁর অবস্থান শক্তিশালী করেছে কিংবা এই যুদ্ধকে সমর্থন দিয়েছে, তাদেরও জবাবদিহির আওতায় আনা উচিত। আলোচনার এক পর্যায়ে উপস্থাপক হামিদ মীর এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখিয়ে সতর্কতার অংশ হিসেবে অনুষ্ঠানে বিরতি ঘোষণা করেন।
এদিকে ইসরাইল–পাকিস্তান সম্পর্কের উত্তেজনার মধ্যেই ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রিউভেন আজার গাজায় কোনো আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনীর অংশগ্রহণের প্রস্তাব স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন।
উল্লেখ্য, পাকিস্তান এখনো ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিন ইস্যুতে দেশটি দীর্ঘদিন ধরে কঠোর অবস্থান বজায় রেখে আসছে। একই সঙ্গে ইসরাইলের বিরোধী দেশ ইরানের সঙ্গে পাকিস্তান তাদের সম্পর্ককে ভ্রাতৃত্বপূর্ণ এবং অভিন্ন আঞ্চলিক স্বার্থনির্ভর বলে উল্লেখ করে থাকে।
বিশ্লেষকদের মতে, খাজা আসিফের এই মন্তব্য মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পাকিস্তানের অবস্থানকে আরও জোরালোভাবে তুলে ধরলেও আন্তর্জাতিক পরিসরে তা নতুন করে বিতর্ক তৈরি করতে পারে।