জামায়াত–এনসিপিসহ ১০ দলের সমঝোতা, আসন চূড়ান্তে চলছে শেষ মুহূর্তের আলোচনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামায়াত–এনসিপিসহ ১০ দলের সমঝোতা, আসন চূড়ান্তে চলছে শেষ মুহূর্তের আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
জামায়াত–এনসিপিসহ ১০ দলের সমঝোতা, আসন চূড়ান্তে চলছে শেষ মুহূর্তের আলোচনা ছবির ক্যাপশন: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান আসন সমঝোতা নিয়ে আলোচনা সভার দৃশ্য।
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও যুক্ত হয়েছে। ফলে মোট ১০টি দল একটি অভিন্ন নির্বাচনী বোঝাপড়ায় পৌঁছালেও কোন দল কোন আসনে প্রার্থী দেবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

রাজনৈতিক সূত্রগুলোর মতে, মোট আসনের প্রায় ৮০ শতাংশে দলগুলোর মধ্যে সমঝোতা হলেও বাকি আসনগুলো নিয়ে আলোচনা চলছে। একাধিক প্রার্থী আগ্রহী হওয়া এবং নিজ নিজ দলের প্রার্থীদের যোগ্যতা ও জনপ্রিয়তা নিয়ে ভিন্নমত থাকায় কিছু আসনে সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগছে। এসব আসনে নতুন করে জরিপ চালিয়ে পরিস্থিতি মূল্যায়নের কথা জানিয়েছে সংশ্লিষ্ট দলগুলো।

জানা গেছে, অন্তত ৫০টির বেশি আসনে একাধিক দলের প্রার্থী থাকায় পুনরায় জরিপ পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনে প্রার্থীদের সাংগঠনিক তৎপরতা, জনপ্রিয়তা ও স্থানীয় গ্রহণযোগ্যতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। দলগুলোর নেতারা জানিয়েছেন, প্রয়োজনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত আলোচনা অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে অগ্রগতি হলেও এখনো সব অসন্তোষ দূর হয়নি। কয়েকটি আসনে শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, তারা সব আসনে মনোনয়নপত্র জমা দিলেও সমঝোতা অনুযায়ী পরবর্তী সময়ে প্রার্থিতা প্রত্যাহার করা হবে।

এদিকে গভীর রাত পর্যন্ত বৈঠক ও একাধিক দফা আলোচনার পরও ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়নি। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, আসন সমঝোতা সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন এবং শেষ পর্যায়ে এসে বিষয়গুলো মীমাংসা করা হবে।

রোববার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান জানান, দেশের বর্তমান বাস্তবতায় একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১০টি দল একসঙ্গে কাজ করছে। তিনি বলেন, অধিকাংশ আসনে সমঝোতা হয়েছে এবং যেসব বিষয়ে সামান্য জটিলতা রয়েছে, তা মনোনয়ন দাখিলের পর আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলে দলগুলো আশাবাদী।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। রাজনৈতিক দলগুলোর শেষ মুহূর্তের এই আলোচনা নির্বাচনের মাঠে কী রূপ নেয়, সেদিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির হল থেকে ‘মুজিব’ নাম বাদ, প্রশ্ন রয়ে গেল সূর্যসেন–প্রীত

ঢাবির হল থেকে ‘মুজিব’ নাম বাদ, প্রশ্ন রয়ে গেল সূর্যসেন–প্রীত