ওয়াজ মাহফিলে শিশুদের ঝগড়া থেকে গ্রামজুড়ে সংঘর্ষ, আহত ২০ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ওয়াজ মাহফিলে শিশুদের ঝগড়া থেকে গ্রামজুড়ে সংঘর্ষ, আহত ২০

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
ওয়াজ মাহফিলে শিশুদের ঝগড়া থেকে গ্রামজুড়ে সংঘর্ষ, আহত ২০ ছবির ক্যাপশন:
ad728

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে একই গ্রামের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর ও পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে এই সংঘর্ষ শুরু হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে চলে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র—দা, হাঁসুয়া ও ফালা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয় এবং উভয় পক্ষের অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সংঘর্ষে জিয়ারুল ফকির ও মাহফুজ সরকারের নেতৃত্বে ফকির গ্রুপ ও সরকার গ্রুপের পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শাহজাদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের সূত্রপাত হয় আগের রাতে একটি ইসলামি জালসাকে কেন্দ্র করে। শনিবার রাতে গ্রামের একটি ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী ছেলে নিরবের সঙ্গে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী ছেলে শিমুলের ঝগড়া হয়। ওই ঝগড়া থেকেই রাতেই দুজনের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে রোববার সকালে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার ও আরিফ সরকারসহ বেশ কয়েকজন আহত হন। অপরদিকে ফকির গ্রুপের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন ও রাকিব ফকিরসহ আরও অনেকে আহত হন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘রোববার সকালে তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষের নেতাদের কাছ থেকে আর মারামারি করবে না—এ মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পঞ্চগড়ে তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, বইছে শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, বইছে শৈত্যপ্রবাহ