বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে জাতিসংঘ। সংস্থাটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।
জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে বক্তব্য দেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক। ব্রিফিং চলাকালে এক সাংবাদিক বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি এবং নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন উত্থাপন করেন।
জবাবে ফারহান হক জানান, জাতিসংঘ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরছে। তিনি বলেন, জাতিসংঘ এমন একটি নির্বাচন প্রত্যাশা করে যা শান্তিপূর্ণ, নিরাপদ এবং যেখানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়।
তিনি আরও ইঙ্গিত দেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নিতে একটি অনুকূল পরিবেশ গুরুত্বপূর্ণ বলে জাতিসংঘ মনে করে। এই প্রক্রিয়াকে ঘিরে আন্তর্জাতিক মহল নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।