খালেদা জিয়ার দৃঢ়তা ও সাহস আমাকে মুগ্ধ করেছে: আসিফ নজরুল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খালেদা জিয়ার দৃঢ়তা ও সাহস আমাকে মুগ্ধ করেছে: আসিফ নজরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
খালেদা জিয়ার দৃঢ়তা ও সাহস আমাকে মুগ্ধ করেছে: আসিফ নজরুল ছবির ক্যাপশন:
ad728

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত স্মৃতি, সাংবাদিকতাজীবনের অভিজ্ঞতা এবং তার রাজনৈতিক সংগ্রাম নিয়ে আবেগঘন স্মৃতিচারণা করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি খালেদা জিয়াকে অনেক আগে থেকেই নিজের ‘ভক্ত’ বলে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, সাংবাদিক হিসেবে কাজ করার সময় থেকেই খালেদা জিয়ার সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। ১৯৮৮–৮৯ সালের দিকে ধানমণ্ডিতে বিএনপির তৎকালীন কার্যালয়ে খালেদা জিয়ার সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, লিখিত প্রশ্নের পাশাপাশি সেদিন তাকে মুখোমুখি প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছিল। দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতেও খালেদা জিয়া দৃঢ়তা ও সৌজন্য বজায় রেখে প্রশ্নের উত্তর দেন।

আসিফ নজরুল স্মৃতিচারণায় উল্লেখ করেন, সে সময় বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ তার করা ‘চোখা প্রশ্নে’ আপত্তি তুললেও খালেদা জিয়া নিজেই পরিস্থিতি সামাল দেন এবং হাসিমুখে উত্তর দেন। পরবর্তী সময়ে সাপ্তাহিক বিচিত্রায় তিনি আরও কয়েকবার খালেদা জিয়ার একান্ত সাক্ষাৎকার নেন বলেও জানান।

পোস্টে তিনি লেখেন, পিএইচডি শেষ করে দেশে ফেরার পর কলাম লেখা ও টক-শোতে অংশ নেওয়ার মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণে যুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা, হয়রানি ও নির্যাতনের ঘটনায় তিনি গভীরভাবে আলোড়িত হন। তাঁর ভাষায়, এসব প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া অসীম সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, যা তার শ্রদ্ধাবোধকে আরও গভীর করেছে।

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার শাসনামলেও তিনি প্রকাশ্যে খালেদা জিয়ার প্রতি নিজের শ্রদ্ধা ও সমর্থনের কথা বলতে কখনো দ্বিধা করেননি। দীর্ঘ ১৫ বছরে বিএনপির খুব কম নেতাকেই তিনি এভাবে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে দেখেছেন বলেও উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে খালেদা জিয়ার শেষ বিদায়ের দিনের স্মৃতিও তুলে ধরেন আসিফ নজরুল। তিনি লেখেন, ওই দিন প্রায় সারাটা সময় তিনি খালেদা জিয়া ও তার পরিবারের পাশে ছিলেন এবং প্রথম দোয়ায় শরিক হওয়ার সুযোগ পেয়েছিলেন। জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়ার কফিন থেকে সেই পতাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেওয়ার মুহূর্তকে তিনি নিজের জীবনের এক বিশেষ সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে যুক্ত করা ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া তৈরি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাংলাদেশিদের হোটেল না দেওয়ার সিদ্ধান্ত শিলিগুড়ির ব্যবসায়ীদের

বাংলাদেশিদের হোটেল না দেওয়ার সিদ্ধান্ত শিলিগুড়ির ব্যবসায়ীদের