নিষিদ্ধ কার্যক্রমের কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : প্রেস সচিব The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নিষিদ্ধ কার্যক্রমের কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : প্রেস সচিব

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
নিষিদ্ধ কার্যক্রমের কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : প্রেস সচিব ছবির ক্যাপশন: রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ad728

রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও দলীয় নিবন্ধন বাতিল থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশন দলীয় নিবন্ধন বাতিল করেছে। ফলে আইনগতভাবে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগ সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত বিদ্যমান আইন ও বিধিমালার আলোকে নেওয়া হয়েছে। রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলে এবং নিবন্ধন বাতিল হলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকে না বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরকার তার দেশে ফেরাকে স্বাগত জানায় এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শারিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে শফিকুল আলম বলেন, বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া যাচ্ছে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, সরকার এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত বিচার আইনের আওতায় মামলাটি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ভিডিও বিশ্লেষণের মাধ্যমে বহু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং দায়ীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস সচিব জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের অবসান ঘটে। পরবর্তী সময়ে বিভিন্ন দাবির প্রেক্ষিতে সরকার চলতি বছরের মে মাসে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের বিধান অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর থাকায় দলটি বর্তমানে কোনো রাজনৈতিক কর্মসূচি বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারছে না।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা

বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা