ঘন কুয়াশায় ঢাকার ৮টি ফ্লাইট নামল সিলেট, কলকাতা ও হ্যানয়ে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঘন কুয়াশায় ঢাকার ৮টি ফ্লাইট নামল সিলেট, কলকাতা ও হ্যানয়ে

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
ঘন কুয়াশায় ঢাকার ৮টি ফ্লাইট নামল সিলেট, কলকাতা ও হ্যানয়ে ছবির ক্যাপশন:
ad728

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম ব্যাহত হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে মোট আটটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে ছয়টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পাশাপাশি একটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং আরেকটি ফ্লাইট ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বিমানবন্দরে পাঠানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, ঘন কুয়াশার কারণে নিরাপদ অপারেশনের স্বার্থে সাময়িকভাবে কিছু ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছিল। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় বর্তমানে বিমানবন্দরে সব ফ্লাইট স্বাভাবিকভাবে উড্ডয়ন ও অবতরণ শুরু হয়েছে। তিনি এ সময় যাত্রীদের সহযোগিতা ও ধৈর্যের জন্য ধন্যবাদ জানান।

এর আগেও কুয়াশাজনিত কারণে ঢাকার ফ্লাইট অপারেশন ব্যাহত হয়। গত শুক্রবার ঘন কুয়াশার কারণে নয়টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছিল। সেগুলোর মধ্যে চারটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে পাঠানো হয়।

শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে প্রায়ই ঢাকাসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়ায় আবহাওয়া অনুকূল না হলে প্রয়োজন অনুযায়ী ফ্লাইট ডাইভার্টের সিদ্ধান্ত নেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
উত্তরার ভবনে আগুনে নিহত ৩, হাসপাতালে ১৩

উত্তরার ভবনে আগুনে নিহত ৩, হাসপাতালে ১৩