৩ উইকেটের ওভারে ম্যাচ ঘুরিয়ে দিলেন ফিজ, কাটার–স্লোয়ারে আগুন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৩ উইকেটের ওভারে ম্যাচ ঘুরিয়ে দিলেন ফিজ, কাটার–স্লোয়ারে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
৩ উইকেটের ওভারে ম্যাচ ঘুরিয়ে দিলেন ফিজ, কাটার–স্লোয়ারে আগুন ছবির ক্যাপশন: এক ওভারে তিন উইকেট নিয়ে উদ্‌যাপন করছেন দুবাই ক্যাপিটালসের পেসার মুস্তাফিজুর রহমান।
ad728

আইএল টি–টোয়েন্টিতে দুর্দান্ত এক স্পেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। গাল্ফ জায়ান্টসের বিপক্ষে এক ওভারে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন দুবাই ক্যাপিটালসের এই তারকা বোলার।

ম্যাচে ৩৪ রান খরচায় ৩ উইকেট নেন মুস্তাফিজ, আর তিনটিই আসে একই ওভারে। ইনিংসের ১৪তম ওভারে তার কাটার ও স্লোয়ারে দিশেহারা হয়ে পড়ে জায়ান্টসের ব্যাটিং লাইনআপ। ওই ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে যথাক্রমে জেমস ভিন্স ও আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান তিনি। পরের বলেই ডিকসনকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান মুস্তাফিজ, যদিও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি।

এর আগে ৩৯ রানে তিন উইকেট হারানোর পর ভিন্স ও ওমরজাইয়ের ৬৬ রানের জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল জায়ান্টস। কিন্তু মুস্তাফিজের সেই বিধ্বংসী ওভারেই ভেঙে পড়ে তাদের প্রতিরোধ। শেষ পর্যন্ত ইনিংসের শেষ ওভারে তিনটি রানআউটসহ ১৫৬ রানে অলআউট হয় গাল্ফ জায়ান্টস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন আজমতউল্লাহ ওমরজাই।

এই ম্যাচে তিন উইকেট নেওয়ার মাধ্যমে টুর্নামেন্টে মুস্তাফিজের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৪-এ। সতীর্থ ওয়াকার সালামখিলের পর তিনি এখন আইএল টি–টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনার হারালেও বড় কোনো বিপদে পড়েনি দুবাই ক্যাপিটালস। ৩৫ রানে দুই উইকেট পড়ার পর দলের হাল ধরেন শায়ান জাহাঙ্গীর ও রোভম্যান পাওয়েল। দুজনের দৃঢ় ব্যাটিংয়ে লক্ষ্য ছোঁয়ার পথ সহজ হয়।

জাহাঙ্গীর করেন ৪৮ রান, আর পাওয়েল অপরাজিত থাকেন ৪৭ রানে। শেষদিকে অধিনায়ক মোহাম্মদ নবী অপরাজিত ২৫ রান করে একটি ছক্কায় জয় নিশ্চিত করেন। ফলে ৬ উইকেটের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দুবাই ক্যাপিটালস।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বৈদ্যুতিক সংযোগ না থাকলেও আগুন, প্রশ্নের মুখে যশোর রেজিস্ট্র

বৈদ্যুতিক সংযোগ না থাকলেও আগুন, প্রশ্নের মুখে যশোর রেজিস্ট্র