জুলাই বিপ্লবের শহীদদের নাম মুছে ফেলার অভিযোগ, বিতর্কে বাংলা উইকিপিডিয়া The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জুলাই বিপ্লবের শহীদদের নাম মুছে ফেলার অভিযোগ, বিতর্কে বাংলা উইকিপিডিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
জুলাই বিপ্লবের শহীদদের নাম মুছে ফেলার অভিযোগ, বিতর্কে বাংলা উইকিপিডিয়া ছবির ক্যাপশন:
ad728

মুক্ত অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত উইকিপিডিয়া স্বেচ্ছাসেবকদের সম্মিলিত সম্পাদনার মাধ্যমে পরিচালিত হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলা উইকিপিডিয়া নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একটি সংঘবদ্ধ আদর্শিক গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ ও আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতাদের নাম, পরিচয় ও অবদান মুছে ফেলার অপচেষ্টায় লিপ্ত।

২০২৪ সালের জুলাই মাসে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন দেশব্যাপী গণবিস্ফোরণে রূপ নেয়। ওই সময় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের তিন জেলায় অন্তত ছয়জন নিহত হন। এই শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করে। বর্তমানে রাষ্ট্রীয় অনুষ্ঠান ও আলোচনায় নিয়মিতভাবে তাঁদের স্মরণ করা হলেও উইকিপিডিয়ায় তাঁদের উপস্থিতি প্রশ্নের মুখে।

অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রামে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ছাত্রশিবির নেতা ফয়সাল আহমেদ শান্ত এবং জুলাই শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরসহ প্রায় সব গুরুত্বপূর্ণ শহীদের উইকিপিডিয়া পেজ ‘নি৭’ (অগুরুত্বপূর্ণ বিষয়বস্তু) ধারা ব্যবহার করে অপসারণ করা হয়েছে। সংশ্লিষ্ট লেখকদের দাবি, উইকিপিডিয়ার নীতিমালা মেনে বহু নির্ভরযোগ্য সূত্র সংযুক্ত করা হলেও কোনো আলোচনা ছাড়াই পেজগুলো মুছে ফেলা হয়।

যেসব সম্পাদক এসব পেজ পুনর্বহালের দাবি জানিয়েছেন, তাদের একাংশকে সতর্ক করা হয়েছে, এমনকি অ্যাকাউন্ট সাসপেন্ডের অভিযোগও রয়েছে। উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী, কোনো নিবন্ধ উন্নত করার সুযোগ দেওয়ার কথা থাকলেও এখানে তা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

শুধু শহীদরাই নন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আলোচিত রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের পেজও একইভাবে টার্গেট করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের পেজ বিতর্কিত করা ও অপসারণের চেষ্টা লক্ষ্য করা গেছে। এনসিপির আব্দুল হান্নান মাসুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রশিবিরের জাহিদুল ইসলামসহ একাধিক নেতার পেজ বারবার মুছে ফেলা হয়েছে।

এর বিপরীতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ পতিত আওয়ামী লীগের বিভিন্ন নেতার নামে একাধিক পেজ বহাল রয়েছে, যেখানে বিতর্কিত তথ্য ও প্রশংসামূলক বক্তব্য স্থান পেয়েছে। এসব পেজে গুরুতর অভিযোগ ও মামলার তথ্য অনুপস্থিত থাকায় দ্বৈত মানদণ্ডের অভিযোগ আরও জোরালো হয়েছে।

উইকিপিডিয়ার প্রশাসকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, জুলাই বিপ্লব সংশ্লিষ্ট তথ্য যুক্ত করা বা মিথ্যা তথ্যের বিরুদ্ধে আপত্তি তুললে প্রশাসকরা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্লক করছেন। বাংলা উইকিপিডিয়ার একাধিক প্রশাসকের কাছে ইমেইল করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানাননি।

উইকিপিডিয়ার নিয়মিত লেখক মামুন হোসেন বলেন, বাংলা উইকিপিডিয়া কার্যত একটি নির্দিষ্ট আদর্শিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে। একই মত দেন লেখক হাসনাত সিদ্দিকী মুরাদ ও সৌরভ। তাদের মতে, এটি আর উন্মুক্ত বিশ্বকোষের চরিত্র বজায় রাখতে পারছে না।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, উইকিপিডিয়া সরকার পরিচালিত নয়। তবে কমিউনিটির সঙ্গে আলোচনার মাধ্যমে করণীয় নির্ধারণের প্রয়োজন রয়েছে।

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ বলেন, রাষ্ট্রের দায়িত্ব ছিল সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া। এখনো সুযোগ রয়েছে সরকারের উদ্যোগে নিরপেক্ষতা ফিরিয়ে আনার।

এই পরিস্থিতিতে বাংলা উইকিপিডিয়ার নিরপেক্ষতা, স্বচ্ছতা ও মুক্ত জ্ঞানচর্চার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্ঞান ও ক্ষমতার বিপরীত মুখ: ইয়েং থিরিথের জীবন

জ্ঞান ও ক্ষমতার বিপরীত মুখ: ইয়েং থিরিথের জীবন