জাতীয় মেধায় প্রথম হওয়ায় শান্তকে ক্রেস্ট দিলেন তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতীয় মেধায় প্রথম হওয়ায় শান্তকে ক্রেস্ট দিলেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
জাতীয় মেধায় প্রথম হওয়ায় শান্তকে ক্রেস্ট দিলেন তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় (২০২৫–২৬ শিক্ষাবর্ষ) সারা দেশে প্রথম স্থান অর্জনকারী জাহাঙ্গীর আলম শান্তকে অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “তুমি শুধু তোমার পরিবারের গর্ব নও, তুমি বাংলাদেশের গর্ব। তোমার জন্য দোয়া রইল।”

বুধবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শান্তর হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে জানা যায়, শান্তকে সংবর্ধনা দেওয়ার সময় তারেক রহমান পরিবারের পক্ষ থেকে শান্তর বাবাকে ধন্যবাদ জানান এবং পরিবারের সকল সদস্যের প্রতি শুভেচ্ছা ও সালাম পৌঁছে দিতে বলেন। এ সময় তিনি শান্তর হাতে বইসহ বিভিন্ন উপহার তুলে দেন।

শান্তকে আরও ভালো ফল অর্জনের প্রত্যাশা জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতে বড় সাফল্য অর্জন করলে যেন তাকে ফোন করে জানায়। তিনি হাস্যরসের সঙ্গে বলেন, “আমায় আংকেল ডাকবে আর বলবে—আংকেল, আমি এমন রেজাল্ট করেছি। এরপর আমি তোমার বাসায় যাব।”

এ সময় জাহাঙ্গীর আলম শান্ত তারেক রহমানকে নরসিংদীর বেলাবো উপজেলার নিজ গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানান। জবাবে তারেক রহমান নির্বাচনের পর সেখানে যাওয়ার আশ্বাস দেন।

শান্তর শিক্ষাজীবনের শুরু নরসিংদীর বেলাবো উপজেলায়। তিনি বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন।

জাহাঙ্গীর আলম শান্ত নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর গ্রামের মুদি দোকানি মিজানুর রহমান ও গৃহিণী ফেরদৌসী বেগমের সন্তান। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। তার দুই বোন স্থানীয় বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শান্ত জানান, তিনি একজন দক্ষ অনকোলজি বিশেষজ্ঞ (ক্যানসার চিকিৎসক) হয়ে দেশের মানুষের সেবা করতে চান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭৩ দিনে ৮৭৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, গাজায় নিহত ৪১১ ফিলিস্তিনি

৭৩ দিনে ৮৭৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, গাজায় নিহত ৪১১ ফিলিস্তিনি