ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম শুক্রবার আবারও নতুন রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্রের সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আস্থা দুর্বল হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝোঁক আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে রুপা ও প্লাটিনামের দামও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় শুক্রবার সকাল ৫টা ৩৬ মিনিটে স্পট স্বর্ণের দাম প্রতি আউন্সে ০.৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯৫৭ দশমিক ১০ ডলারে। দিনের লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৯৬৬ দশমিক ৫৯ ডলারে ওঠে, যা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য স্বর্ণ ফিউচার্সের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফিউচার্স বাজারে স্বর্ণের দাম ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৫৮ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের ভূরাজনৈতিক পরিস্থিতি, বড় অর্থনীতিগুলোর মুদ্রানীতি নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ঠেলে দিচ্ছে। ঐতিহ্যগতভাবে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, ফলে এমন পরিস্থিতিতে স্বর্ণের চাহিদা দ্রুত বাড়ছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আর্থিক বাজার ও ডলারভিত্তিক সম্পদের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা স্বর্ণের দামের ওপর বাড়তি চাপ তৈরি করছে। একই সঙ্গে সুদের হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর অবস্থান এবং সম্ভাব্য মন্দার আশঙ্কাও স্বর্ণবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা জোরদার করছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও একই ধরনের চিত্র দেখা গেছে। রুপা ও প্লাটিনামের দামও শুক্রবার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। শিল্প ও বিনিয়োগ—দুই ক্ষেত্রেই ব্যবহৃত এই ধাতুগুলোর চাহিদা বেড়ে যাওয়ায় তাদের দামও বাড়ছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে স্বর্ণসহ মূল্যবান ধাতুর দামে আরও ঊর্ধ্বগতি দেখা যেতে পারে। তবে দাম এত দ্রুত বেড়ে যাওয়ায় স্বল্পমেয়াদে কিছুটা সংশোধনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।
সব মিলিয়ে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে স্বর্ণ আবারও বিনিয়োগকারীদের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বর্ণের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কসমিক ডেস্ক