২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে। এ বছর ছুটি ১২ দিন কমানো হয়েছে। সাপ্তাহিক ছুটির কারণে শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরা, ২১শে ফেব্রুয়ারি সহ কয়েকটি দিনের ছুটি রাখা হয়নি।
তালিকা অনুযায়ী, ২০২৬ সালে ৮ই মার্চ থেকে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ১৭ই ফেব্রুয়ারি (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) থেকে রোজা শুরু হলে, ২১ রমজান পর্যন্ত বিদ্যালয় খোলা থাকবে।
২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর মিলিয়ে ২৮ দিন ছুটি ছিল। ২০২৬ সালে এই ছুটি কমিয়ে ১৯ দিন করা হয়েছে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে আগের ১৫ দিন ছুটি এবার ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশও একদিন কমানো হয়েছে।
অন্যদিকে, পবিত্র শবে বরাত, বৈসাবি উৎসব ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এবার একদিন করে নতুন ছুটি যুক্ত করা হয়েছে। এর ফলে ছাত্রছাত্রী ও শিক্ষকরা নির্দিষ্ট দিনগুলোতে ছুটি পাবে, কিন্তু আগের তুলনায় মোট ছুটি কমানো হয়েছে।
কসমিক ডেস্ক