বিদ্যার দেবী সরস্বতীর পূজা উপলক্ষে ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে উঠেছে কুড়িগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ ও শিক্ষাপ্রতিষ্ঠান। সকাল থেকেই দেবীর আরাধনায় ব্যস্ত সময় পার করেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাদা-হলুদের সাজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাতে ফুল, প্রসাদ ও পুষ্পাঞ্জলি নিয়ে দেবীর চরণে প্রণতি জানান তারা। বিদ্যা, বুদ্ধি ও সাফল্য কামনায় দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করেন শিক্ষার্থীরা।
পূজামণ্ডপগুলোতে সকাল থেকে চলে ধর্মীয় আচার-অনুষ্ঠান। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণে এক ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। অনেক মণ্ডপে শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুষ্পাঞ্জলি দেওয়া ও পূজা করতে আসা অনেকেই জানান, সরস্বতী দেবী বিদ্যা জ্ঞান ও সুরের দেবী আমরা দেবী বিদ্যা ও জ্ঞানের জন্য আরাধনা করলাম পুষ্পাঞ্জলি দিলাম, সেই সঙ্গে দেশের মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা করলাম।
শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজনকারী শিক্ষকরা জানান, স্বরসতী দেবী যেহেতু জ্ঞান ও বিদ্যার দেবী, এজন্য সরকারি নির্দেশ মোতাবেক আমরা হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য এ পূজার আয়োজন করা হয়েছে।
সার্বিকভাবে বিদ্যার দেবীর আরাধনায় ভক্তি, আনন্দ ও উৎসাহে সরস্বতী পূজা পরিণত হয়েছে এক মিলনমেলায়, যা শিক্ষার্থীদের মনে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।