মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক, প্রবাসীদের উচ্ছ্বাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক, প্রবাসীদের উচ্ছ্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক, প্রবাসীদের উচ্ছ্বাস ছবির ক্যাপশন:
ad728

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তার নামেই পরিচিত হবে। প্রবাসী বাংলাদেশিদের কাছে এই নামকরণকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি এক আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে প্রকাশিত এক পোস্টে বিষয়টি জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও স্ট্রিট থেকে কোনাল্ট স্ট্রিট পর্যন্ত কারপেন্টার স্ট্রিটের একটি অংশ বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদিত হয়েছে।

হ্যামট্রমিক সিটি কাউন্সিলে বর্তমানে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। তাদের সক্রিয় উদ্যোগ ও প্রচেষ্টার ফলেই এই নামকরণ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এটি শুধু একটি সড়কের নাম পরিবর্তন নয়; বরং বিশ্ব পরিসরে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের একটি প্রতীকী স্বীকৃতি।

প্রবাসী কমিউনিটির নেতারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের মতো একটি প্রভাবশালী দেশের শহরে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়ক নামকরণ বাংলাদেশের ইতিহাসকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তাদের মতে, এই উদ্যোগ নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশের ইতিহাস, গণতন্ত্র ও রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বাড়াবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো নেতার নামে সড়ক নামকরণ এই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। মিশিগানে বেগম খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় মার্কিন মাটিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি অধ্যায় স্থায়ী রূপ পেল বলে মনে করছেন প্রবাসীরা।

বিদেশে বসবাসরত বাংলাদেশিরা এই নামকরণকে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান সামাজিক ও রাজনৈতিক সক্ষমতার প্রমাণ হিসেবেও দেখছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ প্রবাসী সমাজকে আরও সংগঠিত ও দৃশ্যমান করে তুলছে।

বৈচিত্র্যময় জনপদের জন্য পরিচিত হ্যামট্রমিক শহরে এই নামকরণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করবে বলেও আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হজ অপারেশন ও বহর সংকটে বন্ধ ম্যানচেস্টার ফ্লাইট

হজ অপারেশন ও বহর সংকটে বন্ধ ম্যানচেস্টার ফ্লাইট