শেখ হাসিনাসহ ১৮ জনের পূর্বাচল প্লট মামলার রায় ২ ফেব্রুয়ারি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শেখ হাসিনাসহ ১৮ জনের পূর্বাচল প্লট মামলার রায় ২ ফেব্রুয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
শেখ হাসিনাসহ ১৮ জনের পূর্বাচল প্লট মামলার রায় ২ ফেব্রুয়ারি ছবির ক্যাপশন:
ad728

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ মোট ১৮ জন আসামি রয়েছেন।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। আদালতের পেশকার বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও প্রশাসনিক অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

পরবর্তীতে তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান আদালতে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলাটি বিচারপর্বে গেলে আদালতে মোট ২৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

এই মামলায় শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক ছাড়াও আসামি করা হয়েছে জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক সংশ্লিষ্ট একাধিক সাবেক ও বর্তমান কর্মকর্তাকে। তাঁদের মধ্যে রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন ও শহিদ উল্লাহ খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমসহ আরও কয়েকজন কর্মকর্তা।

এ ছাড়া মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিনকেও আসামি করা হয়েছে।

এর আগে গত বছরের ৩১ জুলাই একই আদালতের বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন।

আইন সংশ্লিষ্ট মহলের মতে, রাজনৈতিকভাবে আলোচিত এই মামলার রায় ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ঘোষিত রায়ের দিকে এখন তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট পক্ষসহ সাধারণ মানুষ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগ ‘মেইড ইন ইন্ডিয়া’: কক্সবাজারে সালাহউদ্দিন

আওয়ামী লীগ ‘মেইড ইন ইন্ডিয়া’: কক্সবাজারে সালাহউদ্দিন