জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে।
রোববার (তারিখ অনুযায়ী) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আবেদন উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় দমন-পীড়নের অংশ হিসেবে ইন্টারনেট বন্ধের নির্দেশ আসত সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে। সেই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব পালন করতেন তখনকার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই পদক্ষেপ আন্দোলন দমনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তা মানবতাবিরোধী অপরাধের শামিল।
মামলার আসামিদের মধ্যে সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক রয়েছেন। অপরদিকে, জুনায়েদ আহমেদ পলক গ্রেপ্তার অবস্থায় আছেন। রোববার তাঁকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
ট্রাইব্যুনাল আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।
জয় পলাতক থাকায় তাঁর পক্ষে গত ডিসেম্বর মাসে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মো. মুনজুর আলমকে নিয়োগ দেওয়া হয়। রোববার তিনি প্রথমবারের মতো ট্রাইব্যুনালে উপস্থিত হন। এ সময় তিনি জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে অব্যাহতির আবেদন দাখিলের জন্য সময় প্রার্থনা করেন।
ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, পরবর্তী শুনানিতে আসামিপক্ষের বক্তব্য এবং প্রসিকিউশনের পাল্টা যুক্তি শোনার পর অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই মামলাকে জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবতাবিরোধী অপরাধ মামলাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।