হিথ্রো বিমানবন্দরে রাসায়নিক হামলা: চিকিৎসাধীন ২১, আতঙ্কে টার্মিনাল–৩ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হিথ্রো বিমানবন্দরে রাসায়নিক হামলা: চিকিৎসাধীন ২১, আতঙ্কে টার্মিনাল–৩

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 7, 2025 ইং
হিথ্রো বিমানবন্দরে রাসায়নিক হামলা: চিকিৎসাধীন ২১, আতঙ্কে টার্মিনাল–৩ ছবির ক্যাপশন: হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল–৩–এ রাসায়নিক হামলার পর জরুরি সেবাকর্মীদের কার্যক্রম।
ad728

লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক রাসায়নিক হামলায় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা দেখা দেয়। রবিবার স্থানীয় সময় দুপুরে টার্মিনাল–৩–এ নিরাপত্তা চেক–ইন এলাকার কাছে এক ব্যক্তি তরল রাসায়নিক জাতীয় পদার্থ ছিটিয়ে দিলে যাত্রী ও কর্মীদের মধ্যে তীব্র শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং ত্বকে পোড়ার মতো উপসর্গ দেখা দেয়। এতে মোট ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ টার্মিনাল–৩ সম্পূর্ণ খালি করে ফেলে। যুক্তরাজ্যের ফায়ার সার্ভিসের বিশেষায়িত হ্যাজম্যাট (Hazmat) টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাসায়নিকটি শনাক্ত ও এলাকা নিরাপদ করার কাজ শুরু করে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়, এবং চিকিৎসকদের মতে তাদের অবস্থা স্থিতিশীল।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ ঘটনাটিকে ইচ্ছাকৃত সহিংস আক্রমণ হিসেবে উল্লেখ করেছে। সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তার কাছে পাওয়া রাসায়নিক নমুনা ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য বা তার কোনও সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার কারণে কয়েক ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে এবং যাত্রীদের ভোগান্তির সম্মুখীন হতে হয়। অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষা শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ ধীরে ধীরে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করে।

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার, এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুদ্ধবিরতির তিন মাসে গাজায় নিহত শতাধিক শিশু

যুদ্ধবিরতির তিন মাসে গাজায় নিহত শতাধিক শিশু