শিক্ষার্থীদের দিয়ে প্রচারণা, মাদ্রাসা শিক্ষককে জরিমানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিক্ষার্থীদের দিয়ে প্রচারণা, মাদ্রাসা শিক্ষককে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
শিক্ষার্থীদের দিয়ে প্রচারণা, মাদ্রাসা শিক্ষককে জরিমানা ছবির ক্যাপশন:
ad728

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করানোর অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সোনাগাজী উপজেলার চরদরবেশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া এই জরিমানার আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনী প্রচারণা চলাকালে আশরাফুল উলুম আকবরিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসেন শিক্ষার্থীদের প্রচারণায় অংশ নিতে উৎসাহ দেন বলে অভিযোগ ওঠে। প্রচারণাকালে প্রার্থী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে উৎসাহ প্রকাশ করেন বলে জানা গেছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া বলেন, তদন্তে শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারার আওতায় অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন কঠোরভাবে তৎপর রয়েছে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অপারেশন চললেও থামছে না খুন ও গুলির ঘটনা

অপারেশন চললেও থামছে না খুন ও গুলির ঘটনা