ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ। নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। এর ফলে কক্সবাজার-২ সংসদীয় আসন (মহেশখালী ও কুতুবদিয়া) থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত আপিল শুনানিতে ড. হামিদুর রহমান আযাদের করা আপিল মঞ্জুর করা হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিলের আগের সিদ্ধান্ত বাতিল করে প্রার্থিতা পুনর্বহালের ঘোষণা দেয়।
এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে ড. হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। শুনানিতে তার পক্ষে উপস্থাপিত যুক্তি ও নথিপত্র পর্যালোচনা করে কমিশন আপিল মঞ্জুরের সিদ্ধান্ত নেয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম চলছে। এ উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে প্রার্থীরা বা তাদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরা আপিল করতে পারছেন।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল গ্রহণ করা হয়। আপিল নম্বরের ভিত্তিতে ধারাবাহিকভাবে শুনানির সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন দিনে সব আপিলের শুনানি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
শুনানি শেষে প্রতিটি আপিলের সিদ্ধান্ত নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হচ্ছে। নির্ধারিত তারিখে নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহের সুযোগ রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কক্সবাজার-২ আসনে ড. হামিদুর রহমান আযাদের প্রার্থিতা পুনর্বহাল নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আইন ও বিধিমালার আলোকে প্রতিটি আপিল নিষ্পত্তি করা হচ্ছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
কসমিক ডেস্ক